সুরা

সুরা ইখলাস অর্থ সহ বিস্তারিত বিবরণ!!

সুরা ইখলাস অর্থ সহ বিস্তারিত বিবরণ!!

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِআরবি উচ্চারণ
বিসমিল্লাহির রাহমানির রাহিমবাংলা অনুবাদ
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি।قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ112.1আরবি উচ্চারণ
১১২.১। কুল্ হুওয়াল্লা-হু আহাদ্।

বাংলা অনুবাদ
১১২.১ বল, তিনিই আল্লাহ, এক-অদ্বিতীয়।

اللَّهُ الصَّمَد112.2ُ

আরবি উচ্চারণ
১১২.২। আল্লা-হুচ্ছমাদ্।

বাংলা অনুবাদ
১১২.২ আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তাঁর মুখাপেক্ষী।

لَمْ يَلِدْ وَلَمْ يُولَد112.3ْ

আরবি উচ্চারণ
১১২.৩। লাম্ ইয়ালিদ্ অলাম্ ইয়ূলাদ্।

বাংলা অনুবাদ
১১২.৩ তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেয়া হয়নি।

وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَد112.4ٌ

আরবি উচ্চারণ
১১২.৪। অলাম্ ইয়া কুল্লাহূ কুফুওয়ান্ আহাদ্।

বাংলা অনুবাদ
১১২.৪ আর তাঁর কোন সমকক্ষও নেই।

Tags
Show More
Back to top button
Close