Hadisur Rahman
ঢাকাMonday , 9 May 2022
  1. Education News
  2. Featured
  3. Health & Fitness
  4. Job Circular
  5. Technology
  6. Video
  7. কুইজ
  8. গল্প
  9. সুরা

এই বছরের সেরা দাদাগিরি প্রশ্ন ও উত্তর | Dadagiri question and answer

Hadisur Rahman
May 9, 2022 1:28 pm
Link Copied!

দাদাগিরি ২০২২ | dadagiri Dhadha
আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি বারকাতুহু । প্রিয় পাঠকবৃন্দ কেমন আছেন আপনারা সবাই ? আশা করছি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভাল আছি। আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম দাদাগিরি ধাঁধা, দাদাগিরির প্রশ্ন ও উত্তর, এ বছরের সেরা দাদাগিরি প্রশ্ন ও উত্তর, দাদাগিরি ২০২২ । আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।

dadagiri Dhadha 2022 | দাদাগিরির প্রশ্ন
দাদাগিরি হচ্ছে একটি আন্তর্জাতিক অনুষ্ঠান। যেটি জি বাংলা চ্যানেলে প্রত্যেক রবিবারে অনুষ্ঠিত হয়। দাদাগিরি অনুষ্ঠানটি সকলেই খুবই পছন্দ করে। দাদাগিরি অনুষ্ঠানটি সকলে খুবই উৎসাহ এর সাথে দেখে। দাদাগিরিতে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয় । বিভিন্ন ধরনের ধাঁধা ধরা হয় আর সেগুলো সবারই খুবই ভালো লাগে। দাদাগিরি ধাঁধা 2022 সম্পর্কে আজ আমরা কথা বলবো। আজ আমরা আমাদের এই পোস্টে এ বছরের সেরা দাদাগিরির প্রশ্ন ও উত্তর জানাবো। দাদাগিরির সকল ধাঁধা-প্রশ্ন-ও-উত্তর আপনাদের মাঝে দিয়ে দেব আপনারা যারা দাদাগিরি পছন্দ করেন তাদের জন্য এই পোস্টটি আজকে খুবই আনন্দের একটি পোস্ট কারণ এইখানে দাদাগিরির অনেক অনেক প্রশ্ন ধাঁধা এবং সেগুলোর আমরা দিয়ে দেবো আশা করি পোস্টটি আপনাদের অনেক ভালো লাগবে। নিচেই দাদাগিরির প্রশ্ন ও উত্তর দেওয়া হল।

দাদাগিরি প্রশ্ন ও উত্তর

♦♦ দাদাগিরি পর্ব-১

 

(১) এই ঘরে যাই, ওই ঘরে যাই দুম দুমিয়ে আছায় খাই।

উত্তরঃ ঝাঁটা।

 

(২) সর্প বটে তার চারটি পা ডিম দেয় না, বাচ্চা দেয়?

উত্তরঃ গুই-সাপ।

 

(৩) জনম গেল দুখে বুকে আমার আগুন দিয়ে থাকো অনেক সুখে।

উত্তরঃ হুঁকো।

 

(৪) কাল আমাকে মেরে ছিলে সয়ে ছিলাম আমি আজ আমায় মারো দেখি কেমন বেটা তুমি।

উত্তরঃ মাটির হাড়ি।

 

হাসির ধাঁধা | মজার ধাঁধা | বাংলা ধাঁধা | ধাঁধা | ধাঁধা উত্তর সহ ছবি | গণিতের ধাঁধাঁ উত্তর সহ | ধাঁধা প্রশ্ন ও উত্তর সহ | অংকের ধাঁধা উত্তর সহ

(৫) আমার মা যখন যায় তোমার মার পাশে দুই মা হারিয়ে যায় নানার পুত্র হয় শেষে।

উত্তরঃ মামা।

(৬) দুধ দিয়া ফুল সাজে খাইতে অনেক মিঠা লাগে।

উত্তরঃ সন্দেশ।

 

(৭) কম দিলে যায় না খাওয়া বেশি দিলে বিষ মা বলেছে, বুঝে শুনে তার পরেতে দিস।

উত্তরঃ লবণ।

 

(৮) চার পায়ে বসে, আট পায়ে চলে রাক্ষস নয়, খোক্ষস নয় আস্ত মানুষ গিলে।

উত্তরঃ পালকি।

 

(৯) যে মুখে খায়, সেই মুখে হাগে এই প্রাণি নিত্য রাত জাগে।

উত্তরঃ বাদুর।

 

(১০) ঢাক গুড় গুড়, ঢাক গুড় গুড় ঢাক গুড় গুড় করে বলপুরেতে আগুন লেগেছে কেউ না নিভাতে পারে।

উত্তরঃ সূর্য।

 

(১১) হাত দিলে বন্ধ করে সূর্যদোয়ে খোলে ঘোমটা দেওয়া স্বভাব তার মুখ নাহি তোলে।

উত্তরঃ লজ্জাবতী লতা।

এই বছরের সেরা দাদাগিরি প্রশ্ন ও উত্তর | Dadagiri question and answer

(১২) সাগর থেকে জন্ম নিয়ে আকাশে করে বাস মায়ের কোলে ফিরে যেতে জীবন হয় লাশ।

উত্তরঃ মেঘ।

 

(১৩) এই দেখি এই নাই তার আগে আগুন নাই।

উত্তরঃ বিদ্যুৎ।

 

(১৪) চক থেকে এলো সাহেব কোট-প্যান্ট পরে কোট-প্যান্ট খোলার পরে চোখ জ্বালা করে।

উত্তরঃ পেঁয়াজ।

 

(১৫) তি অক্ষরে নাম তার অনেক লোকে খায় মধ্যের অক্ষর বাদ দিলে জিনিস রাখা যায়।

উত্তরঃ তামাক।

 

(১৬) তেল চুকচুক পাতা ফলের ওপর কাঁটা পাকলে হয় মধুর মতো বিচি গোটা গোটা।

উত্তরঃ কাঁঠাল।

 

(১৭) তিনটি র্বণে নামটি তার, রসাল এক ফল ছাড়িয়ে মধ্যবর্ণ হয় যে আরেক ফল।

উত্তরঃ কমলা।

 

(১৮) কাঁচা খাও, পাকা খাও খাইতে রড় মিষ্টি আমি যদি খাইতে বলি চটে গিয়ে করো অনাসৃষ্টি।

উত্তরঃ কলা।

 

(১৯) উত্তরে চিলের বাসা কোন গাছের ফল কাঁচা।

উত্তরঃ পেস্তাগাছ।

 

(২০) জলে জন্ম ঘরে বাস, জলেতে পড়লে সর্বনাশ।

উত্তরঃ লবণ।

 

(২১) বন থেকে বেরুল টিয়ে সোনার টোপর মাথায় দিয়ে।

উত্তরঃ আনারস।

 

(২২) ঘরের মইধ্যে ঘর নাচে কনে-বর।

উত্তরঃ মশারি।

 

♦♦ দাদাগিরি পর্ব-২

(২৩) পারলে বলেনত দেখি – দেহ আছে প্রাণ নেই; সে এক রাজা, সৈন্য সব আছে নেই তার প্রজা। এইটা কি?
উত্তরঃ দাবার রাজা।

(২৪) পাঁচ অক্ষরের একটা ইংরেজি শব্দ, যার সাথে আরো দুইটা অক্ষর যোগ করলে শব্দটা বরং আগের চেয়ে আরো ছোট হয়ে যায়। শব্দটা কি?
উত্তরঃ Short >> Shorter ।

(৮৭৪) পারলে বলেনত দেখি – সকাল থেকে সন্ধ্যা একা একা ঘোরে খবর তার কেউ নেয় না সবাই চায় তারে। এইটা কি?
উত্তরঃ সূর্য।

(২৬) মোল্লা নাসিরউদ্দিন ঘুমানোর সময় মাথার কাছে দুইটি গ্লাস রেখে ঘুমান। একটি গ্লাস থাকে পানিপূর্ণ এবং অপরটি খালি কেন?
উত্তরঃ একটি গ্লাসে খাবার পানি, আরেকটি চোখের চশমা।

(২৭) পারলে বলেনত দেখি – না মিললে হবে না ভেবে চিন্তে বলো না। এইটা কি?
উত্তরঃ হিসাব।

(২৮) পারলে বলেনত দেখি – বন থেকে বেরোলো ভূতি। ভূতি বলে তোর পাতে মুতি। এইটা কি?
উত্তরঃ লেবু।

(২৯) দিনাজপুর থেকে বগুড়া একটা গাড়ি চালিয়ে নিয়ে এসে আবিষ্কার করলাম যে ঐ গাড়ির একটা চাকা পুরা পথ জুড়েই পাংচার হয়ে ছিলো, কিন্তু পথে একবারও এই ব্যাপারটা টের পাই নাই। কিভাবে সম্ভব?
উত্তরঃ যেসব গাড়ীর পিছনে ২ টা করে চাকা থাকে, তেমন গাড়ী। বাস/ট্রাক।

Also read :২০২১ এর সেরা ধাঁধা | new Puzzle 2021
(৩০) কী এমন জিনিস যা শব্দ হলেই ভেঙে যায়?
উত্তরঃ ঘুম/নিরবতা!!

(৩১) এমন কী আছে, কোন মালীকে যা তার বাগানে চারা, বীজ বা সার ফেলার আগেই ফেলতে হয়?
উত্তরঃ মাটি।

(৩২) কী এমন জিনিস যা এক কোণায় বসে সারা পৃথিবী ঘুরে বেড়ায়?
উত্তরঃ টিভি।

(৩৩) পারলে বলেনত দেখি – টুক-টুক দু’চার বাড়ি, খানিকক্ষন লছর-পছর, হয়ে গেল যখন ধূয়ে দিল তখন। এইটা কি?
উত্তরঃ কাপড় পরিস্কার করা

(৩৪) পারলে বলেনত দেখি – সাগরে জন্ম তার আকাশে উড়ে, পর্বতের কাছে মার খেয়ে কেঁদে কেঁদে মড়ে। এইটা কি?
উত্তরঃ মেঘ।

dadagiri Dhadha এই বছরের সেরা দাদাগিরি প্রশ্ন ও উত্তর | Dadagiri question and answer

(৩৫) কোন্ সে শয়তান, নাকে বসে ধরে কান।
উত্তরঃ চশমা।

(৩৬) পারলে বলেনত দেখি – হাড় মট মট বাকলে দড়ি, তার পাতাতে হই তরকারী। এইটা কি?
উত্তরঃ পাট গাছ।

(৩৭) তিন অক্ষরের নাম তার বিচি কলা খায় মধ্যের অক্ষর বাদ দিলে জলে উইড়া যায়।
উত্তরঃ বাদুর ।

(৩৮) পারলে বলেনত দেখি – কালিদাসের ছোট বেলার কথা, ৯০০০ তেতুল গাছে কয় হাজার পাতা।
উত্তরঃ ১৮০০০ পাতা।

(৩৯) তিন অক্ষরে নাম আমার সুগন্ধি এক সাথী, মাঝের অক্ষর কাটো যদি বাইশ পায়ে খাই লাথি। কিন্তু যদি কাটো মাথা উঠব আবার গাছে, মন্দ তুমি যতই বলো তা পেটে ভরা আছে।
উত্তরঃ বকুল।

(৪০) মালের মধ্যে ‘তা’ দিওনা পথে ঘাটে মার খাবে, ভাদ্র মাসে দেখতে হলে পয়লা আখর বাদ যাবে। শেষ দুটিকে কাটো যদি জননী দেয় তাঁর দেখা মাথায় কিছু না ঢুকলে জেলখানাতেই যায় শেখা।
উত্তরঃ মাতাল।

(৪১) কাগজেতে বসে আছে নদী আছে জল নেই, বন আছে পশু ছাড়া দেশ আছে লোক নেই। পাথর গুলো ঠাঁয়..
উত্তরঃ মানচিত্র।

(৪২) তিন অক্ষরে নাম চোরের বুক কাঁপে, শেষ দুটি ছেড়ে দিলে কাটে এক কোপে। কিন্তু যদি প্রথম ছাড়ো দেখে লাগে দুঃখ, মাংস কম, শীর্ণকায়, চেহারাটি সূক্ষ্ম।
উত্তরঃ দারোগা।

(৪৩) সবার জন্য আসি ফিরে হোক সে রাজা নয়তো দাসি, আমাকে যে মানবে না তার মুখ ময়লা নয়তো বাসি। আমি এলেই শান্তি ফেরে উজির নাজির বা বস্তিবাসি গৃহস্হতো অবশ্যই তস্কর ও হয় খুশি।
উত্তরঃ রাত।

(৪৪) পারলে বলেনত দেখি – জল নয়, বৃষ্টি ও নয় কিন্তু ভিজে সারা, বাড়ীঘর ডুবল-ডুবল পাহাড়েরও চূড়া। এইটা কি?
উত্তরঃ কুয়াশা।

(৪৫) একটুখানি পুষ্পরিনী টলমল করে, একটুখানি কুটা পাড়লে সর্বনাশ করে।
উত্তরঃ চোখ।

(৪৬) আাঁধার পুকুর, গড়ান মাঠ, বত্রিশ কলাগাছ, একখানি পাট।
উত্তরঃ দাঁত ও জিহবা।

(৪৭) ছোট ছোট গাছখানি তার কত ফল ধরে একটা যদি খায় তবে আহা-উহু করে।
উত্তরঃ বোম্বাই মরিচ।

(৪৮) আমারও নাই, তোমারও নাই, আমরা কে তা বোঝ নাই
উত্তরঃ মানুষ।

(৪৯) হাত পা তার ইটের সমান অতি পুরু ছাল, পেটে দিলে তাকে বাড়ে অনেক মান..
উত্তরঃ গম গাছ।

(৫০) এই পাড়ে খাগড়া ওই পাড়ে খাগড়া কখনও মিলেমিশে কখনও বা ঝগড়া..
উত্তরঃ চোখের পাতা।

এই বছরের সেরা দাদাগিরি প্রশ্ন ও উত্তর Dadagiri question and answer

এই বছরের সেরা দাদাগিরি প্রশ্ন ও উত্তর Dadagiri question and answer

Tag: dadagiri question and answer, dadagiri Dhadha, এ বছরের সেরা দাদাগিরি প্রশ্ন ও উত্তর, দাদাগিরি প্রশ্ন ও উত্তর, দাদাগিরি ধাঁধা, দাদাগিরির প্রশ্ন, দাদাগিরি ২০২১,

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।