Education News

কিভাবে এসএসসি সার্টিফিকেট উত্তলনের আবেদন করবেন।

বরাবর

প্রধান শিক্ষক,

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া।

বিষয়ঃ এস এস সি পাশের সনদ উত্তোলন প্রসঙ্গে।

জনাব,

বিনীত নিবেদন এই যে আমি আপনার অত্র বিদ্যালয় থেকে ২০১৯ সালে এস এস সি পরিক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হই। এখন আমার ব্যাক্তিগত প্রয়োজনে এস.এস.সি পাশের সনদ টি প্রয়োজন। আমার এস.এস.সি এর রোল নং (এস এস সি রোল) ও রেজিঃনং (এস এস সি রেজিস্ট্রেশন নং)।

অতএব, আপনার  নিকট আমার আকুল আবেদন এই যে, আমাকে আমার উক্ত এস.এস.সি পাশের সনদ প্রদান করে বাধিত করতে আপনার মন যেন আজ্ঞা হয়।

নিবেদক

হাদিসুর রহমান

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া।

রোল নং: ১১৯৫৭২

Tags
Show More
Back to top button
Close