Education News
কিভাবে এসএসসি সার্টিফিকেট উত্তলনের আবেদন করবেন।
Application for revocation of certificate

বরাবর
প্রধান শিক্ষক,
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া।
বিষয়ঃ এস এস সি পাশের সনদ উত্তোলন প্রসঙ্গে। / এসএসসি সার্টিফিকেট উত্তলনের আবেদন
জনাব,
বিনীত নিবেদন এই যে আমি আপনার অত্র বিদ্যালয় থেকে ২০২৩ সালে এস এস সি পরিক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হই। এখন আমার ব্যাক্তিগত প্রয়োজনে এস.এস.সি পাশের সনদ টি প্রয়োজন। আমার এস.এস.সি এর রোল নং (এস এস সি রোল) ও রেজিঃনং (এস এস সি রেজিস্ট্রেশন নং)।
অতএব, আপনার নিকট আমার আকুল আবেদন এই যে, আমাকে আমার উক্ত এস.এস.সি পাশের সনদ প্রদান করে বাধিত করতে আপনার মন যেন আজ্ঞা হয়।
নিবেদক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া।
রোল নং: ১১৯৫৭২