Video

সবাই তো চলে যায় Sobai to chole Jai Lyrics

সবাই তো চলে যায় Hadisur Rahman Sobai to chole Jai Lyrics

 

সবাই তো চলে যায়

কাছে থেকে আজানায়

তোমার চলে যাওয়া এত বিষাদ কেন লাগে

হাজার লাশের ভীড়ে

তোমার দেহটা কেন এত মায়া লাগে

তুমি ছিলে প্রিয়জন

তুমিই আপনজন

তোমায় হারিয়ে লাগে বড় একা

سكي الله ثرك وجعل الجنة مثواك

কালামুল্লাহ বুকে হাফেজে কোরআন

তোমায় হারিয়ে সবে কাঁদে পেরেশান

নামে আশরাফ তুমি ছিলেও শারাব

তোমার তুলনা ছিলে তুমি একা

ছিলে তুমি শিল্পীর শিল্প নগর

তোমায় হারিয়ে সবে শোকে পাথর

তোমারই অবদান, সুর ছন্দ গান

বড় প্রয়োজন ছিল বেঁচে থাকা

যুবসমাজের তুমি বার্তাবাহক

ক্ষণিকের পৃথিবীটা যেন এক ঝলক

সময় যে হাতে নাই, পালাবারও পথ নাই

মরণের তরে সদা তৈরি থাকা

 

সবাই তো চলে যায় Hadisur Rahman Sobai to chole Jai Lyrics

সবাই তো চলে যায় Hadisur Rahman Sobai to chole Jai Lyrics

সবাই তো চলে যায় Hadisur Rahman Sobai to chole Jai Lyrics

সবাই তো চলে যায় Hadisur Rahman Sobai to chole Jai Lyrics

সবাই তো চলে যায় Hadisur Rahman Sobai to chole Jai Lyrics

সবাই তো চলে যায় Hadisur Rahman Sobai to chole Jai Lyrics

Tags
Show More
Back to top button
Close